রাজধানীর নতুন বাজার (মাদানী অ্যাভিনিউ ১০০ ফুট) থেকে বালু নদীমুখী সড়কটির করুণদশা কাটছেই না। বৃষ্টিতে দ্বিগুণ দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার খানাখন্দ সীমাহীন কষ্ট দিচ্ছে শিক্ষার্থী ও অসুস্থদের। দুই বছর ধরে এ দুরবস্থা দেখতে দেখতে এলাকাবাসী চরম বিরক্ত ও ক্ষুব্ধ।